বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

সৌদিতে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশ

উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী সূর্য উঠার ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুললতিফ বিন আবদুল আজিজ আল-শেখ। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন মন্ত্রী। খবর সৌদি গেজেট।

নির্দেশনায় বলা হয়, উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী সূর্য উঠার ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। নামাজ খোলা মাঠের পাশাপাশি সব মসজিদ ও মসজিদসংলগ্ন বিভিন্ন স্থানে আদায় করা হবে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com