মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল তেল আবিব

হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব।

সংবাদমাধ্যমগুলো বলছে, জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এসময় বিক্ষোভকারীদের বাধা দিলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পরে সেখান থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে।

এই বিক্ষোভে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে স্লোগান উঠেছে। একইসঙ্গে গাজায় এখনও বন্দী ১৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার দাবিও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com