বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে জঙ্গিগোষ্ঠীটি এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
তিনি বলেন, কুকি-চিন একটি জঙ্গি গোষ্ঠী। কুকি চিনের তৎপরতা ইদানিং বেড়েছে। বিজিবি-পুলিশ অপারেশন চালাচ্ছে। গোলাগুলি চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছেন। ব্যাংক লুট করে চলে যাওয়ার পর পুলিশ বিজিবি সেখানে অপারেশন চালাচ্ছে। সেনাবাহিনী সদস্যরা সেখানে যোগ দেবে।
তিনি বলেন, তবে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও আসেনি। সব তথ্যই আপাতত প্রাথমিক। খতিয়ে দেখাসহ প্রয়োজন অনুযায়ী সরকার যা করার, তাই করবে।