বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
বুয়েটের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি একটি খোলা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তারা আবেদন জানিয়েছেন বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ রাখতে। হাইকোর্টের রায়ের পরে তারা কোনো বিক্ষোভ করেননি, অন্য কোনো কর্মসূচি দেননি। এক ধরনের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে তাদের চিঠিতে। সত্যি তো, তারা তো এখন অসহায়ই। হাইকোর্ট রায় দেয়ার পরে তারা কী করতে পারেন? সে জন্যই প্রধানমন্ত্রীর কাছে এই আকুল আবেদন। প্রধানমন্ত্রী কি তাদের আবেদন রাখবেন? জানি না। অনেকদিন তার সাথে কাজ করেছি আমি। অনেক সময় তাকে অনেক কিছুতে নরম হতে দেখেছি। কিন্তু, যেমন: যখন কোটা আন্দোলন করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মিছিলের সামনে শেখ মুজিব, শেখ হাসিনার ছবি রাখলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিল, আন্দোলনের নেতা নুরুল হক নুর প্রধানমন্ত্রীর মধ্যে তার মায়ের ছবি দেখতে পেল, স্লোগান দিল তখন কিন্তু তিনি নরম হননি।