বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

ছত্তিশগড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে অন্তত ১৩ জন মাওবাদী নিহত হয়েছেন। দীর্ঘসময় ধরে চলা এ সংঘাতে এ বছরেই  ৫০ জন বিদ্রোহী নিহত হলেন।

ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার এক দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদীদের এ বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দাররাজ জানান, কর্মকর্তারা এ অভিযান থেকে বিপুল পরিমাণ রাইফেল, মেশিনগান ও গোলাবারুদ উদ্ধার করেছেন। নিহত মাওবাদীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে তিন নারীও আছেন বলে জানান তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতের ছত্তিশগড় রাজ্যে ৪৬ ও মহারাষ্ট্রে চার মাওবাদী নিহত হয়েছেন।

মাও বিচ্ছিন্নতাবাদীরা ‘লাল করিডর’ নামে অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে। এই অঞ্চলের মধ্যে ভারতের কেন্দ্র, দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু রাজ্য অন্তর্ভুক্ত হলেও ধীরে ধীরে এই এলাকার পরিমাণ কমেছে। ভারত সরকার মাওবাদীদের দমনে এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্য মোতায়েন করেছে।

এ বিচ্ছিন্নতাবাদীরা ‘নকশাল’ নামেও পরিচিত। তাদের দাবি, তারা পল্লী অঞ্চলের বাসিন্দাদের অধিকার আদায়ে সংগ্রাম করছে। ১৯৬৭ সাল থেকে এই বিদ্রোহী সংগঠন গেরিলা হামলা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com