বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
ঈদের বাকি আরো কয়েকদিন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আর্থিক সঙ্কটে নাকাল মানুষ। তবুও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। প্রতিদিন রাজধান ঢাকা ছাড়ছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই। এদিকে মানুষ বাড়ি ফেরায় ধীরে ধীরে ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে চলাচল করা উড়োজাহাজে টিকেটে ছাড় দেয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদের আনা নেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে।