বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। ওই পোস্টে শহরের রাস্তায় এবং ভবনের পাশে ছড়িয়ে পড়া আগুনের ছবিও যুক্ত ছিল।সাসপিলনে পাবলিক টেলিভিশন জানিয়েছে, রুশ এই ড্রোন হামলায় শেভচেনকিভস্কি জেলায় একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে একটি দোকানে আগুন লেগেছে।দেশটির অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মধ্যরাতের সময় এই হামলাটি হয়েছে।এর আগে খারকিভে একটি আবাসিক ভবনে এবং শহরের উত্তরে একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিলেন সিনহুবভ। তবে উভয় স্থানে হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক একটি সাক্ষাত্কারে নিউজ আউটলেট পলিটিকোকে জানিয়েছেন, মে বা জুন মাসে রাশিয়ার করা যে কোনো নতুন হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খারকিভকে দেখেছেন তিনি।হামলার পরপরই খারকিভ এবং কিয়েভসহ দেশের অধিকাংশ স্থানে কয়েক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা কার্যকর করা হয়।