বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় ২ সিনিয়র সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলো ইসরায়েল

সোমবার রাতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিনটি গাড়িতে ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভুল করে ধারণা করা হয়েছিল সেনারা হামাস যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। এই হামলার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, ত্রাণ সংস্থার গাড়িতে হামলা একটি বড় ভুল। শনাক্ত করতে ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত গ্রহণ ও সাধারণ প্রক্রিয়া না মানার কারণে এই ভুল হয়েছে।

নিহতদের মধ্যে ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও কানাডা-যুক্তরাষ্ট্রের একজন দ্বৈত নাগরিক ছিলেন। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপের পর হোয়াইট হাউজ বেসামরিকদের ক্ষতি এড়াতে নির্দিষ্ট ও পরিমাপযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের কাছে দাবি জানিয়েছে এবং বলেছে, ইসরায়েলের পদক্ষেপের ওপর ভবিষ্যৎ সহযোগিতা নির্ভর করবে।

ইসরায়েলি আগ্রাসনে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার ২৩ লাখ জনগোষ্ঠী নিজেদের বাড়ি উচ্ছেদ হয়েছেন বাধ্য হয়ে। এখন তাদের টিকে থাকা নির্ভর করছে ত্রাণের ওপর। তদন্তের ফল প্রকাশের পর ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ঘটনাটি স্বাধীন কমিশন দিয়ে তদন্তের দাবি করেছে। তারা বলেছে, পরিকল্পিত পরির্বতন ছাড়া আরও সামরিক ব্যর্থতা, ক্ষমা প্রার্থনা ও শোকাহত পরিবার তৈরি হবে।

ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে স্বীকার করেছে তাদের বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহত হয়েছেন। তবে দ্রুত তদন্তের ফল প্রকাশ ও দুই সেনা কর্মকর্তাকে বরখাস্তের ঘটনা ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক জনসমর্থনে তা কতটা প্রভাব রেখেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, কর্নেল পদ মর্যাদার একটি ব্রিগেডের চিফ অব স্টাফ ও মেজর পদ মর্যাদার একটি ব্রিগেডের আগ্নেয়াস্ত্র সহযোগিতা বিষয়ক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেলসহ সিনিয়র কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, সেনাবাহিনীর অ্যাডভোকেট জেনারেলের কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে। যাতে করে সম্ভাব্য ফৌজদারি তদন্তের কথা বিবেচনা করা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com