রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

৩০ লাখ সরকারি চাকরিসহ কংগ্রেসের ২৫ প্রতিশ্রুতি

লোকসভা নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ভারতের ঐতিহাসিক রাজনৈতিক দল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে এআইসিসির সদরদপ্তরে এটি প্রকাশ করা হয়েছে। এ ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায়পত্র’। সামাজিক ন্যায়বিচারের ওপর দৃঢ় নজর রাখা হয়েছে ইশতেহারে। ইশতেহারে পাঁচটি ন্যায় গ্যারান্টি ও ২৫টি প্রতিশ্রুতি রয়েছে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ কংগ্রেস দলের শীর্ষস্থানীয়রা।

শুক্রবার ইশতেহার প্রকাশ পর্বে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম জানান, ইশতেহারে অবশ্যই প্রাধান্য পেয়েছে সামাজিক ন্যায়বিচারের দলের রাহুল গান্ধীর এজেন্ডার ছাপ। এরপরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ইশতেহার প্রকাশ করেন। কংগ্রেসের ইশতেহার সামাজিক ন্যায়বিচারে পাঁচ গ্যারান্টি দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে– যুব ন্যায়, নারী ন্যায়, কিষান বিচার, শ্রমিক ন্যায় এবং অধিকারের ন্যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com