বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
গত রোববার কঙবাজারে অনুষ্ঠিত হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। এবারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের আসরে সবার সেরা হয়েছে বরগুনা জেলা দল। এই খবরটি চাওর হওয়ার পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে যেন একরকম তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন বরগুনার মত জেলা জাতীয় চ্যাম্পিয়ন হচ্ছে। অথচ চট্টগ্রামের মত জেলা দল কোথায় সে প্রশ্ন যেন ঘুরে ফিরে আসছে। দেশের অন্য জেলা দলগুলোকেও টপকে বরগুনার মত জেলা যখন চ্যাম্পিয়ন হয় তখন বুঝতে বাকি থাকেনা দেশের ক্রিকেট এখন আর আগের মত কয়েক জেলায় সীমাবদ্ধ নেই। অন্য জেলাগুলো এগিয়ে যাচ্ছে। যারা এতকাল নিজেদের ঐতিহ্যবাহি হিসেবে দাবি করতো তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। চট্টগ্রামের কথাই ধরুন না। একটা সময় ছিল যখন জাতীয় দলে চট্টগ্রামের ছয় জন ক্রিকেটার খেলতো, জাতীয় পর্যায়ে চট্টগ্রামের দাপট ছিল সে সব এখন যেন রূপকথায় পরিণত হয়েছে। বাস্তবে চট্টগ্রামের ক্রিকেট এখন একেবারে তলানিতে। যেন নিচের দিকে নামতে আর কোন জায়গা নেই।
এবারের ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের কথাই ভাবুন না। প্রাথমিক রাউন্ডে চট্টগ্রামের প্রতিপক্ষ ছিল মৌলভী বাজার জেলা, রংপুর জেলা এবং নাটোর জেলা। এই তিন দলের কাছেই হেরে চট্টগ্রাম জেলা দল বিদায় নেয় একেবারে প্রাথমিক পর্ব থেকে। শুধু যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তা কিন্তু নয়, চ্যাম্পিয়নশিপের প্রথম স্তর থেকে একেবারে দ্বিতীয় স্তরে নেমে গেছে দেশের সবচাইতে ধনী ক্রীড়া সংস্থা দলটি। যা সংস্থাটির কর্মকর্তাদের কতটা স্বস্তি দেবে সেটা তারাই বলতে পারবেন। অথচ নিয়মিতই ক্রিকেট লিগ হচ্ছে, তাও একেবারে প্রিমিয়ার, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এমনকি তৃতীয় বিভাগও। কিন্তু জাতীয় পর্যায়ে ফল জিরো। মাঝে মধ্যে বয়স ভিত্তিক দু’একটি দল জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হয়ে আসলেও পরের মৌসুম থেকে তাদের আর খুজে পাওয়া যায় না।