সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে অটোরিকশা, নিহত ২

পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে  খাদে পড়ে দুই যাত্রী আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হন। আহত হয়েছেন চালকসহ চারজন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার এসআই জহুরুল ইসলাম ও আহতরা জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা পাঁচ যাত্রী নিয়ে সিএনজিটি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হয়।

আহত আবু সালে বলেন, আমরা বরগুনা থেকে আমতলী বাসস্ট্যান্ডে এসে কুয়াকাটার উদ্দেশে সিএনজিতে উঠি। সিএনজিটি দ্রুততার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে খেজুর গাছে ধাক্কা লাগে। এতে গাড়ি উল্টে যায়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com