মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ফেরি ডুবির ঘটনায় ৯০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে এলাকা ছাড়ার সময় নামপুলা উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানটি ডুবে যায় বলে বিবিসি জানিয়েছে। নামপুলা রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেইমে নেটো রোববার বিবিসিকে বলেন, নৌযানটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং যাত্রী পরিবহনের জন্য উপযুক্ত ছিল না। শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। নামপুলার লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল ফেরিটি। সেখানে ১৩০ জন ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।