মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে চীনে। দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এমন ভয়াবহ বন্যা প্রতি একশ’ বছরে মাত্র একবারই দেখা যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় কর্তৃপক্ষ পূর্ব সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার থেকে গুয়াংদং প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এতে করে চুচিয়াং নদীসহ সব জলপথগুলোর পানি উপচে পড়ছে। গুয়াংদং চীনের উৎপাদন শিল্পের সবচেয়ে বড় অঞ্চল। এই প্রদেশে রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়।