বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
ঘৃণা আর দিনের পর দিন ফিলিস্তিনিদের হত্যা করে শেষ করে দিতে চায় ইসরাইল। শুধুমাত্র গত ৬ মাসে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করে তারা। ঘর ছাড়া করেছে ২০ লাখের বেশি মানুষকে। আহত করেছে লাখ লাখ। আর সব ধরণের অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তবুও থামছে তাদের বর্বরতা। এবার এক ইসরাইলি ফিলিস্তিনি পতাকাকে সহ্য করতে না পেরে যে কাণ্ড ঘটালো।
জানা যায়, ফিলিস্তিনের পতাকা দেখেই তাতে লাথি মারতে যান ইসরায়েলি এক ব্যক্তি। কিন্তু লাথি মারতেই ঘটে যায় বিস্ফোরণ। গতকাল রোববার (২১ এপ্রিল) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মালাচেই হাশালোম চৌকির কাছে ৪৫৪ নং রুটে ঘটনাটি ঘটে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে।
এতে দেখা গেছে, পশ্চিম তীরে একটি মহাসড়কের ধারে টিলার পাদদেশে ফিলিস্তিনের একটি পতাকা উড়ছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন ইসরায়েলের এক বেসামরিক নাগরিক। এরপর পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমাটি বিস্ফোরিত হয়। এতে আহত হন ওই ব্যক্তি।