বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
গোল লাইন টেকনোলজি না থাকার খেসারত দিতে হলো বার্সেলোনাকে। সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে কাতালানদের ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস।
ম্যাচের শুরুতেই ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধেই ভিনির গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।
মিনিট দশেক বাদে ইয়ামালের শট কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোললাইন পেরোনোর আগেই লুনিন ঠেকিয়েছেন কি না।
গোললাইন প্রযুক্তি না থাকায় ভিআরের সিদ্ধান্তই মেনে নেয় রেফারি। এই ঘটনা নিয়ে শুরু হয় আলোচনা। বিরতির পর আবারো স্কোরশিটে নাম তোলে বার্সা। তবে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় শিরোপার আরও কাছে কার্লো আনচেলোত্তির দল।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় পরের ধাপে উত্তীর্ণ হওয়ার পর ক্লাসিকো খেলতে নেমে এটাই প্রথম জয় রিয়ালের।