বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

তাপ নিয়ন্ত্রণ নিয়ে যা বলছেন হিট অফিসার

ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার জন্য তাপ নিয়ন্ত্রণ নীতিমালা করার ঘোষণা দিয়েছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। বলছেন, সবুজ বাড়াতে নগর বনায়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

যদিও তিনি স্বীকার করেছেন, গাছ লাগানোর মতো পর্যাপ্ত ভূমির অভাব আছে এই নগরে। সেইসাথে পরিকল্পিত নগর গড়ার কাজটি বেশ কঠিন বলেও মনে করছেন আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা চিফ হিট অফিসার।

রাজধানী ঢাকা আয়তনে যতো বেড়েছে, ততোই উজাড় হয়েছে গাছপালা নদনদী খালবিল আর জলাশয়। যুগে যুগে এই শহর পরিণত হয়েছে ইট-পাথরের এক উত্তপ্ত নগরীতে। বহুতল ভবন সর্বস্ব এই শহর বেড়েছে অপরিকল্পিতভাবে। যেখানে প্রাণভরে শ্বাস নেবার মতো জায়গাও রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com