নগরকণ্ঠ ডেস্ক
- মঙ্গলবার ৭ মে, ২০২৪ /
বড় পর্দা কাঁপাতে রুপালি জগতে নাম লেখাতে চলেছেন প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী।
এ তথ্য নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী নিজেই। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, খুব শিগগিরই একটি সিনেমার কাজ হাতে নেবেন দিতিকন্যা।
বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে সিনেমা জগতে কাজ শুরু করতে চলেছেন লামিয়া।
এ প্রসঙ্গে মঙ্গলবার (৭ মে) লামিয়া তার ফেসবুক পোস্টে লিখেন, ‘একটা নিউজ পোর্টালে দেখলাম, বাবা-মা চাইতেন না আমি মিডিয়ায় কাজ করি। তাই মনে কষ্ট নিয়ে সিনেমায় কাজ করতে আসছি।’ লামিয়া স্ট্যাটাসে স্পষ্টভাবে বলেন, মনে কষ্ট নিয়ে নয়, মায়ের স্মৃতি আকড়ে ধরে ভালোবেসেই সিনেমা জগতে আসছেন তিনি। তবে নায়িকা হিসেবে নয়, পরিচালক হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন লামিয়া।
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনই বলতে চাইছেন না দিতির বড় মেয়ে। তবে সময় হলেই খুব শিগগির বিস্তারিত জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবার কাছে দোয়া চেয়েছেন লামিয়া।