শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
ভারতে পশ্চিমবঙ্গ ও গুজরাটসহ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লোকসভার ৯৩ আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিয়েছে ১৭ কোটি ২০ লাখ ভোটার। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্রে মৃদু সংঘর্ষ হয়েছে। এর আগে, প্রথম দু’দফায় প্রায় ৬৬ শতাংশ ভোটার ভোট দিয়েছে।