বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মিসর ও কাতারের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ফলে রাফায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
রাফার বাসিন্দারা বলেছেন, গত রাতে শহরের একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং অন্যান্য আরও অনেকে আহত হয়েছেন। সাবরা এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল–মুজাহেদিন ব্রিগেডের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও তার পরিবার এবং গ্রুপের আরেক নেতার পরিবার রয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরা, রয়টার্স অন্যদিকে হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংকগুলোতে ট্যাংক–বিধ্বংসী রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে। খবর বাংলানিউজের।