বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

জার্মান দলে ক্রুস, নেই হ্যামেলস

আগামী ২৪ জুন মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আসরকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি ফুটবল। এ দলে জায়গা হয়নি বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার অন্যতম নায়ক ম্যাটস হ্যামেলসের। তবে আছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস।

অনেকদিন ধরেই ছন্দে নেই জার্মানি। সবশেষ দুই বিশ্বকাপে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার সেই ব্যর্থতা কাটানোর সুযোগ রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। সেই লক্ষ্যে বেশ শক্তিশালী দল সাজিয়েছে জুলিয়ান নাগেলসম্যান।

দলে জায়গা হয়নি সার্জ নাব্রি, লিওন গোরেৎসকা, নিকলাস সুলেরা, টিমো ভেরনার মতো ফুটবলারের। এর মধ্যে ইনজুরিতে আছেন নাব্রি। বুন্দেসলিগার সেরা পারফর্মারদেরই গুরুত্ব দিয়েছেন নাগেলসম্যান। গোল বারের দায়িত্ব সামলাবেন ম্যানুয়েল নয়ার।ইউরোর আগে ইউক্রেন ও গ্রীসের দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ইউরোতে ১৪ তারিখে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। প্রথম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ ১৯ ও ২৩ জুন।

জার্মানি ইউরো দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, টার স্টেগান, অ্যালেক্সান্ডার নুবেল ও অলিভার বাউম্যান।
ডিফেন্ডার: নিকো স্ক্লটারব্যাক, রবিন কচ, জশুয়া কিমিখ, ম্যাক্সিমিলান মিটেলস্ট্যাড, অ্যান্টনি রুডিগার, ডেভিড রাম, জোনাথান টাহ, ভালদেনার আন্টন ও বেঞ্জামিন হেনরিখস।
মিডফিল্ডার: ফ্লোরিয়ান রিটজ, জামাল মুসিয়ালা, আলেকসান্ডার প্যাভলোভিচ, ইলকায় গুন্দোয়ান, রবার্ট আন্ডরিচ, প্যাসকাল গ্রব ও টনি ক্রুস।
ফরোয়ার্ড: দেনিজ উন্দাভ, টমাস মুলার, লেরয় সানে, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ ও ম্যাক্সিমিলান বেইয়ের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com