বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল এখনো খুঁজছে পায়ের তলায় মাটি। ২০০৬/২০০৭ এ চার-ছক্কার এই ফরম্যাটে যাত্রা শুরু করলেও টাইগাররা এখনো নিজেদের শক্ত ভিতে দাঁড়াতে পারেনি। বিশেষ করে এই ফরম্যাটের কোনো বিশ্ব আসরেই নিজেদেরকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তারা। সবশেষ অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি মূল পর্বে দুই ম্যাচে জয়। তবে স্বপ্নের তো আর কোনো সীমা-পরিসীমা নেই! যে কারণে এবারও বিশ্বকাপে রঙিন ডানায় উড়তে চায় টাইগাররা। সেই রঙিন স্বপ্ন নিয়েই এবার মার্কিন মুল্লুকে পৌঁছেছে ‘টিম বাংলাদেশ’। বুধবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তর দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে পেয়েছেন ক্রিকেট ভক্তদের উষ্ণ সংবর্ধনা। বুধবার রাতেই বিমানবন্দরে পরিবারকে নিয়ে হাজির হন তাসকিন আহমেদ- সৌম্য সরকার ও লিটন দাসরা। যেখানে টাইগার সমর্থকদের ভিড়ের মুখে পড়তে হয়েছে তাদের।