মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

হেলপার যেন ড্রাইভার না হয়, নজর রাখতে হবে: ওবায়দুল কাদের

দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এই দুর্ঘটনাই সবচেয়ে বড় দুর্ভাবনা। তাই হেলপার যেন ড্রাইভার না হয় সেদিকে নজর দিতে হবে। হেলপার ড্রাইভার হলে তো দুর্ঘটনা হবেই।

আজ বৃহস্পতিবার দুপুরে আসন্ন ঈদুল আযহায় সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

ঈদ যাত্রা যানজটমুক্ত রাখতে ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্ট বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা থেকে ঢাকায় আসা যায় ৩০-৪০ মিনিটে। আর ঢাকায় হানিফ ফ্লাইওভারে দেড়-দুই ঘণ্টা বসে থাকতে হয়। গাড়ির চাপে স্থবির হয়ে থাকে হানিফ ফ্লাইওভার। নিচের দিকের কিছু কারণে এই সমস্যা হয়। তবে জাতীয় স্বার্থেই এই সমস্যার সমাধান করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com