বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছেন নেতানিয়াহু: বাইডেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন বাইডেন। মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

বাইডেন জানান, এমন মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

বাইডেন স্বীকার করেন যে, তার এবং নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ গাজায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে।

বাইডেন বলেছেন, মানুষের কাছে এর উপসংহার টানার প্রত্যেকটি কারণ রয়েছে।

যুদ্ধের আট মাস পূর্তির কাছাকাছি সময়ে ইসরাইলি নেতা সংঘাতের অবসান ঘটাতে বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের বক্তব্য বিবেচনায় নেননি।

অন্যদিকে, ইসরাইলি পার্লামেন্টের ডানপন্থী আইনপ্রণেতারা বলছেন, গাজায় হামাসের নিয়ন্ত্রণের অবশিষ্টাংশ মুছে না ফেলে যুদ্ধবিরতিতে সম্মত হলে তারা নেতানিয়াহুর প্রতি সমর্থন উঠিয়ে নেবেন।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত এবং আরও ১৮২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৬ হাজার ৫৫০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও ৮২ হাজার ৯৫৯ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com