বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদন করায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিল পাস করল যুক্তরাষ্ট্র

ইসরাইলি প্রধানমন্ত্রী এবং এক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে বিল পাস করেছে মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস বা মার্কিন প্রতিনিধি সভা। ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষে এই বিলের পক্ষে-বিপক্ষে ভোট হয়। সেখানে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিলটি রিপাবলিকানদের সমর্থনে ২৪৭ ভোটের মধ্যে ১৫৫ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয়। অবশ্য প্রতিনিধি সভায় পাস হলেও বিলটি আইনে পরিণত হওয়ার কোনো আশা নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com