বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র তাপদাহের মধ্যেই দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট। উত্তরপ্রদেশের মান্ডোলা জেলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগায় রাজধানী শহরের বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার দিল্লির বিদ্যুৎ মন্ত্রী আতিশি মার্লেনা সিংয়ের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আতিশি জানান, দিল্লিতে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে উত্তরপ্রদেশের মান্ডোলা জেলার একটি পাওয়ার গ্রিড থেকে। মঙ্গলবার ওই পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে দুপুর সোয়া দুইটার পর থেকে দিল্লির বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বিকেলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিলো। এরমধ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কয়েক লাখ বাসিন্দা।