রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
কোপা আমেরিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে জয়ের পর বুধবার (২৬ জুন) চিলির বিপক্ষেও জয় পায় আলবিসেলেস্তেরা। কোয়ার্টার নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে চাপ নিতে চাচ্ছে না আর্জেন্টিনা। তাই গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার চিলির বিপক্ষে শেষ মুহূর্তে গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তার পাশাপাশি কোপার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী রোববার (৩০ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে পেরুর বিপক্ষে।