বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

দু’ধাপ এগোনোর পরের সপ্তাহে তিনধাপ পেছালেন সাকিব

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে অনুজ্জ্বল পারফর্মে শীর্ষ হারিয়ে এক লাফে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব আল হাসান। গ্রুপপর্বের পরের দুটি ম্যাচে আলো ছড়িয়ে টি-টুয়েন্টি অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধারের পথে দুধাপ অগ্রসর হন। সুপার এইটে ফের ব্যর্থতার জেরে আরও নেমে গেলেন টাইগার অলরাউন্ডার। দলের ভরাডুবির পাশাপাশি নিজেও ছিলেন অনুজ্জ্বল। তাতে পেছালেন তিন ধাপ। এক সপ্তাহের ব্যবধানে শীর্ষ হারিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। শীর্ষ পুনরুদ্ধার করেছেন লঙ্কান ভানিডু হাসারাঙ্গা।

সুপার এইটে ব্যর্থতায় ১২ পয়েন্ট হারিয়েছেন সাকিব। ২০৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন ছয়ে। সুপার এইট থেকে বাদ পড়েছে অস্ট্রেলিয়াও। অজি অলরাউন্ডার স্টয়নিস গত সপ্তাহে ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেছিলেন। সুপার এইটের ব্যর্থতায় ২০ পয়েন্ট হারিয়েছেন। একলাফে নেমে গেছেন চারে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এসেছেন হাসারাঙ্গা। দুধাপ এগিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২১৪ রেটিং পয়েন্ট তার। ভারতের হার্দিক পান্ডিয়া করেছেন দুর্দান্ত। ২১৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন তিনে। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে বহাল আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে সাকিবের। ব্যাটে নেমেছেন ৯ ধাপ। ৪০১ পয়েন্ট নিয়ে এসেছেন ৮৪ নম্বরে। বোলিংয়ে অবনতি হয়েছে ৪ ধাপ। ৫১৬ রেটিং পয়েন্ট নিয়ে নেমেছেন ৪০ নম্বরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com