বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
১৬ জুন রাতে যখন ভিভিয়েন নিউ ইয়র্ক সিটিতে মায়ের সাথে ৭৭ তম টনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উদযাপন করছিলেন, তখন ৩০০০ মেইল দূরে লস অ্যাঞ্জেলসে ব্র্যাড পিট একা! সন্তানরা কেউই আর তাদের বাবার সাথে সম্পর্ক রাখতে আগ্রহী নন। এই পরিস্থিতিতে সন্তানদের ফিরে পেতে অ্যাঞ্জেলিনা জোলির সাথে সমঝোতা করতে চান ব্র্যাড পিট।
এক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমে ‘টাচ’-কে জানিয়েছেন, ‘যা হয়েছে সেজন্য অনুতপ্ত ব্র্যাড পিট। তিনি স্বীকার করেন যে তিনি ভালো স্বামী কিংবা বাবা হতে পারেননি, যখন তারা একসঙ্গে ছিলেন।’
ব্র্যাড পিটের কাছের আরেক সূত্র জানিয়েছেন, ‘ব্র্যাড পিট জোলির সাথে সমঝোতায় আসতে চান। লড়াই এতদূর গড়াবে তা ভাবতেও পারেননি ব্র্যাড পিট। তিনি দুই হাত উঁচু করে আত্মসমর্পণ করতে প্রস্তুত।’
২৭ মে নিজের নাম থেকে আইনি ভাবে ‘পিট’ বাদ দেন শিলোহ। এর আগে ভিভিয়েন ও জাহরাও বাবার নাম বাদ দিয়েছিলেন। কোনো সন্তানই বাবার সাথে যোগাযোগ রাখতে আগ্রহী নন।
ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।
২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে আইনি লড়াই থেমে নেই। বর্তমানে সম্পত্তির মামলায় একে অপরের সঙ্গে লড়ছেন তারা।