বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

জনবিচ্ছিন্ন হলে গুলি করা লাগবে না, এমনিতেই মারা যাব : প্রধানমন্ত্রী

জনবিচ্ছিন্ন না করার জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলে গুলি করা লাগবে না, আমি এমনিতেই মারা যাব।’আজ বুধবার (২৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি-বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই জনগণই আমার প্রাণ শক্তি। একটি বিষয় আমি বলব, আমরা রাজনীতি করি। আমার আর কোনো শক্তি নেই। শক্তি একমাত্র জনগণ। সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি।’

এক দরিদ্র রিকশাওয়ালা তাঁর উপার্জনের জমানো অর্থ দিয়ে তাদের দুই বোনের (শেখ হাসিনা ও শেখ রেহানা) নামে ঢাকায় জমি কেনেন। যেহেতু তাদের ঢাকায় কোনো বাড়ি নেই এবং ধানমণ্ডির বাড়িটিও তারা দান করেছেন, সেজন্য তাদের নামে একটি জমি কেনা এবং হস্তান্তর করতে চাওয়ার একটি ঘটনার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘অনেকবার তাকে (রিকশাওয়ালা) নিষেধ করা সত্ত্বেও তিনি শোনেননি। সেই রিকশাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা আমার কাছে হস্তান্তর করতে চায়। আমি নিজে সেখানে গিয়ে তাদের বাড়ি তৈরি করে তার স্ত্রীর হাতে দলিল দিয়ে বলেছি, এটা মনে করবেন আমারই বাড়ি। এখন আপনারা থাকবেন। অন্যদিকে, জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য দুটি বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com