মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

প্লট আকারে বিক্রি হচ্ছে স্বর্গের জমি, প্রতি বর্গমিটার ১০০ ডলার!

পৃথিবীতে তো জমি বিক্রি হয় সবসময়ই। দাম যাই হোক না কেন, ভবিষ্যতের কথা ভেবে জমি কিনে রাখতে চান প্রায় সবাই। তবে এবার পৃথিবীতে নয়, বরং স্বর্গে প্লট আকারে বিক্রি হচ্ছে জমি। প্রতি বর্গমিটার জমির দাম মাত্র ১০০ ডলার বা প্রায় ১২ হাজার টাকা। 

এনডিটিভি জানিয়েছে, স্বর্গের জমি বিক্রি করছে মেক্সিকোর চার্চ ‘ইগলেসিয়া দেল ফাইনাল দে লস টিমপোস’। ইতিমধ্যে চার্চটির কাছে থেকে স্বর্গের জমি কিনেছেন অনেকেই। চুক্তির মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার আয় করেছে চার্চটি।

জানা গেছে, স্বর্গের জমির চুক্তিতে দাবি করা হয়েছে যে, প্লটের প্রারম্ভিক মূল্য প্রতি বর্গমিটারের জন্য ১০০ ডলার এবং আগ্রহী ক্রেতারা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে ব্যবহার করে অর্থপ্রদান করতে পারেন বা একটি পেমেন্ট প্ল্যান সেট আপ করতে পারেন।

চুক্তির বিবরণসহ একটি ছবিও ভাইরাল হয়েছে। ছবিটিতে মেঘের মধ্যে নির্মিত একটি বিশাল বাড়ি দেখা যাচ্ছে। ছবিটিতে চার জনের একটি পরিবারকে দেখানো হয়েছে যেখানে আছে মা-বাবা এবং দুই সন্তান। ছবিটিতে লেখা আছে ‘বাই ল্যান্ড ইন হ্যাভেন’ অর্থ্যাৎ স্বর্গে জমি কিনুন।

স্বর্গের প্লট বিক্রি নিয়ে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ম্যাক্সিকান ওই চার্চের যাজক দাবি করেছেন, স্বর্গের জমি বেচাকেনা নিয়ে ২০১৭ সালে ঈশ্বরের সঙ্গে তার কথা হয়েছে এবং ঈশ্বর তাকে জমি বিক্রি করার অনুমতি দিয়েছেন। এর ফলে কেউ চাইলে স্বর্গে জমি কিনতে পারবেন।

তবে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই খবরটি শেয়ার করছেন এবং এতে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, আমি আশা করি একজন যাজক আমাকে স্বর্গের কিছু জমি বিক্রি করার চেষ্টা করবেন। আরেকজন ব্যবহারকারী বলেছেন, আমি স্বর্গে জমি বিক্রিতে ছাড় দিচ্ছি। অন্য একজন বলেছেন, প্রভুর নামে জরিমানা করা শয়তানি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com