শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
আট মাস ইসরাইলের হাতে বন্দি ছিলেন গাজার আল শিফা হাসপাতালের পরিচালক ড. মুহাম্মদ আবু সালমিয়া। এরপর তাকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি পেয়ে তিনি বলেছেন, ইসরাইল তার জেলখানায় ফিলিস্তিনি বন্দিদের ওপর রাতদিন নির্যাতন চালায়। ড. মুহাম্মদ আবু সালমিয়াকে মুক্তি দেয়ার ফলে ইসরাইলের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এর নিন্দা জানিয়ে সমালোচনা করেছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের সাবেক সদস্য বেনি গান্টস জানতে চেয়েছেন, কে এই সিদ্ধান্ত নিয়েছে।