সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে (৯ ডিসেম্বর) বিমানবন্দর থেকে বিশালাকৃতির পরিত্যাক্ত বোমাটি উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে বোমাটি উদ্ধারে কাজ করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহ মুক্তাগাছায় বিমানঘাটিতে নেয়া হচ্ছে।