বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টির(জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি’র প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন সকালে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির(জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আতিকুজ্জামান খোকন, দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী।
নগরকন্ঠ.কম/এআর