বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

আগুন পোহাতে গিয়ে রংপুর অঞ্চলে দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে রংপুরে এক অন্তঃসত্ত্বা নারীসহ ৮জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ৫ নারী ও এক শিশু। গত ৪৮ ঘণ্টায় অগ্নিদগ্ধের এ ঘটনাগুলো ঘটে। আক্রান্তরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, অগ্নিদগ্ধদের মধ্যে রংপুরের ৪ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন এবং দিনাজপুরের একজন আছেন।

যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা হলেন- পীরগাছার অন্তঃসত্ত্বা নারী ফরিদা বেগম, রংপুর নগরীর পাশারিপাড়া এলাকার রোকেয়া বেগম, দিনাজপুরের খানসামা এলাকার শামসুন্নাহার, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলেমা বেগম, কুড়িগ্রামের নুরনাহার, রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন, কাউনিয়া উপজেলার মর্জিনা বেগম। এদের মধ্যে হালিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ শিশু অন্যদের নাম, পরিচয় জানা যায়নি।

চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের শরীরের ৩ থেকে ১০ ভাগ পুড়ে গেছে। তবে তাদের শরীরের অবস্থা ভালো।

আগুনে দগ্ধদের পরিবার থেকে জানানো হয়েছে, সবাই শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ জানান, আগুনে দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com