বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী লোডকন্ট্রোল স্কেল এলাকায় বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. কাঞ্চন মিয়া( ৪৮)। সে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের মৃত হোসেন উদ্দিনের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঞ্চন ঢাকা আরিচা মহাসড়ক ধরে সাইকেলে চেপে কেবিসি কারখানার দিকে যাচ্ছিল। এসময় ঢাকাগামী যাত্রীবাহী বাস পেছন থেকে কাঞ্চনকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ চালকসহ বাসটিকে (পাবনা-ব-১৮৪৪) আটক করেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নিহত কাঞ্চন কেবিসির কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা এলে লাশ বুঝিয়ে দেয়া হবে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর