বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিদেশি দূতাবাসের নির্বাচন পর্যবেক্ষক দলে মিশনে কর্মরত কোনো বাংলাদেশি নাগরিক থাকতে পারবেন না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকায় বিদেশি মিশনগুলোর কাছে পাঠানো চিঠিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য কয়েকটি মিশন পর্যবেক্ষক দল গঠন করছে বলে জানা গেছে। মন্ত্রণালয় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে, ২০১৮ সালের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বিধিমালায় বলা হয়েছে, বিদেশি দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করার যোগ্যতা রাখেন না। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে দূতাবাসগুলো তাদের মিশনে কর্মরত কোনো বাংলাদেশিকে যেনো না রাখে সে বিষয়টি তারা বিবেচনা করবে বলে মন্ত্রণালয় আশা করছে।

আরো পড়ুন : নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে : সিইসি

প্রসঙ্গত, আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ৭৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র কার্ডও ইস্যু করা হয়েছে। ওই তালিকায় ৪৬ জন বিদেশি নাগরিক এবং তাদের সহায়ক বা দোভাষী হিসেবে ২৮ জন বাংলাদেশি রয়েছেন, যারা বিভিন্ন দূতাবাসে কর্মরত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com