বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

চাহিদার চেয়ে ৫০ হাজার মেট্রিক টন মাছ বেশি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সকারের সময়োপযোগি পদক্ষেপের ফলে দেশে চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার মেট্রিক টন মৎস্য বেশি উৎপাদন হয়েছে।

সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাথাপিছু মাছের চাহিদা ৬০ গ্রাম এবং এ চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম। এ হিসেবে দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এ সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর ফলে বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও দেশের উচ্চবিত্ত মানুষের জন্য বিভিন্ন দেশ থেকে মাছ আমদানি করা হয়। আমদানি করা দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, মিয়ানমার, উরুগুয়ে, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত।

আওয়ামী লীগের সাংসদ নাজমা আকতারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ১৪৭টি সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারে ২০১৮ সালে ১২ হাজার ৫৯ কেজি রেণু এবং ৩ কোটি ৫৭ লাখ ১৩ হাজার মাছের পোনা উৎপাদিত হয়েছে। এছাড়া একই সময় গলদা চিংড়ির ২৭টি সরকারি এবং বেসরকারি ৪৯টি বাগদা চিংড়ি হ্যাচারিসহ মোট ৭৬টি হ্যাচারি থেকে ১ হাজার ৪১৭ কোট ২৫ লাখ পোস্ট লার্ভা উৎপাদিত হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com