শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

ইতালি ফেরত দম্পতি পরিবারের ৬ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের চৌগাছায় গত ৭ ফেব্রুয়ারি ইতালি থেকে ফেরেন স্বামী-স্ত্রী। তিনদিন শহরে ওই ব্যক্তির পিতার বাড়িতে থাকেন। এরপর সোমবার শ্বশুরবাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টার পাড়ায় বেড়াতে যান। সেখানে গতকাল মঙ্গলবার (১০মার্চ) বিষয়টি জানাজানি হওয়ার পর ওই ব্যক্তির শ্বশুরের বাড়িতে একজন স্বাস্থ্য সহকারীর তত্ত্বাবধানে তাদের ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়।

এ বিষয়টি মঙ্গলবার রাতে চৌগাছায় ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বুধবার ওই দম্পতি পরিবারের ‘ছয়’ জনকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।

তবে ওই দম্পতি বা তার পরিবারের কোন ব্যক্তির শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ‘আমি সকালেই সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) ফোন করে নিশ্চিত হয়েছি ওই দম্পতির শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি নিজে গিয়ে তাদের কিভাবে থাকতে হবে সে বিষয়ে বুঝিয়ে এসেছি। তারা নিজেরদের ঘরেই থাকবেন।’

তিনি বলেন, ‘এ বিষয়ে সতর্ক করে মাইকিংসহ প্রচারণা চলছে। প্রচারণায় হাঁচি-কাশির সময়ে নিয়ম মেনে চলা, প্রয়োজন ছাড়া জনসমাগস্থলে না যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও খাবার পর্যাপ্ত সেদ্ধ করে খেতে নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১২টি বেড প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে সার্বক্ষণিক কন্ট্রোল রুম, ব্যবস্থাপনা কমিটি ও র‌্যাপিড রেসপন্স কমিটি করা হয়েছে।’

এ বিষয়ে মোবাইল ফোনে ওই পরিবারের প্রধান বলেন, ‘আমাদের শরীরে করোনার কোন লক্ষণ না থাকলেও যেহেতু ভাই-ভাবি ইতালি থেকে এসেছেন, সেহেতু আমাদের একজন ডাক্তারের তত্ত্বাবধানে ১৪ দিনের জন্য ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com