বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

৫১ জেলায় করোনার আক্রমণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রাণঘাতী করোনার থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশেও দিন দিন এর প্রভাব বেড়েই চলেছে। এখন পর্যন্ত মরণ ব্যাধি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫৬ জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মেনেছেন ৯১ জন। তবে ভাইরাসটি দিন দিন বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। জনমনে যা খুব আতঙ্ক সৃষ্টি করেছে।

রাজধানী ঢাকাসহ মোট ৫১ জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ। ঢাকার পরই নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ৩০৯ জন আক্রান্ত। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ১৬১।

এছাড়া নরসিংদীতে ৯৩, কিশোরগঞ্জে ৫৪ ও মুন্সিগঞ্জে ৩৩ জন। বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন। লক্ষীপুরে ১৮ ও কুমিল্লায় ১৭ জন। পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৯৭।

এছাড়া রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৪ । বিভাগটিতে সবচেয়ে বেশি ১২ জন গাইবান্ধায়।

ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৫৯ জন, এরমধ্যে, ময়মনসিংহ জেলায় ১৯ ও জামালপুরে ১৭ জন।

দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ৩৬, এর মধ্যে বরিশালেই ১৮ জন। সিলেট বিভাগে ৭, খুলনায় ৬ ও রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com