বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় ৯৩ হাজারের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মৃত্যু হয়েছে। তাতে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেশটিতে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ৯৩ হাজার ৪৩৯ জন।

আর একদিনে আক্রান্ত হয়েছে ২৩ হাজারের বেশি মানুষ, মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৫১ হাজার ৮৫৩ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বুধবার একদিনে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫১৮ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৮৫ জন।

সেরে উঠেছে ২ লাখ ৯৪ হাজার ৩১২ জন। অবশ্য ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ৯৩ হাজার ৩৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৯৪১ জনের।

গত ডিসেম্বরে চীনে করোনা সংক্রমণের পর ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫০ লাখ। আর মৃত্যু ৩ লাখ ২৯ হাজারের বেশি।

আক্রান্ত আর মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কেউ নেই। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক, সেখানে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৮ হাজার ৬৩৬ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com