বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২০ অপরাহ্ন

৪ দিন পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ৪ দিন পর ফেরি চলাচল শুরু হয়েছে। গত ১৮ এপ্রিল সোমবার হতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

শুক্রবার (২২ মে) সকাল থেকে ১২টি ফেরি চলাচল করছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা হতে কর্তৃপক্ষের নির্দেশে আবারো ফেরি সার্ভিস সচল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের কারণে এই নৌরুট জনসমুদ্রে রুপ নেয়। এসময় লোকজন গাদাগাদি করে ফেরিতে যাচ্ছিল। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিলনা। তাই করোনা সংক্রমণ ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৮ এপ্রিল হতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল।

পরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা হতে কর্তৃপক্ষের নির্দেশে আবারো ফেরি সার্ভিস সচল করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ১২টি ফেরি চলাচল করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com