শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে যাবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউ ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন জানিয়েছিল, কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজার ৪৯৬ জনের মৃত্যু হতে পারে। এর কয়েক দিনের মাথায় মঙ্গলবার ইনিস্টিটিউটটি পূর্বাভাস দেওয়া সেই সংখ্যায় পরিবর্তন আনলো। তবে কী কারণে মৃতের সংখ্যা আরও পাঁচ হাজার বাড়তে পারে সেই ব্যাখ্যা তারা দেয়নি।

নতুন এই সংখ্যা এমন দিনে প্রকাশ করা হলো যেদিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে করোনায় ১ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে। করোনা প্রাদুর্ভাবের পর রাজ্যে আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মিশিগান ও অ্যারিজোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে ভার্জিনিয়া, রোহডে আইল্যান্ড ও নেব্রাস্কাতে আক্রান্তের সংখ্যা অনেক কমেছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে বিপুল সংখ্যক মানুষের বিক্ষোভের কারণে করোনায় সংক্রমণ নতুন করে বাড়তে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com