শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঢাকা’ উদ্বোধন করবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঢাকা’র ‘রিসাইলিয়েন্ট ইয়ুথ লিডারশিপ সামিট’ শীর্ষক পর্বের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৭ জুলাই (সোমবার)। বিশ্বব্যাপী করোনার প্রার্দুভাবের কারণে এবার এই আয়োজন হবে ভার্চুয়াল মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২০ ওআইসির ইয়ুথ ক্যাপিটালের রাজধানী করা হয়েছে ৪০০ বছরের পুরনো এই নগরীকে। বিভিন্ন দেশের প্রতিনিধির এই আয়োজনে অংশ নেওয়ার জন্য ঢাকায় আসার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী (২৭ ও ২৮ জুলাই) এ অনুষ্ঠানে ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্রের মুসলিম তরুণরা অংশ নেবেন।

গত ২৫ ডিসেম্বর অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) বাংলাদেশের রাজধানী ঢাকাকে এক বছরের জন্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ হিসাবে ঘোষণা দেয়।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com