শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

ইসরাইল-আমিরাত চুক্তি নিয়ে ফিলিস্তিনিদের মাথাব্যথা নেই: আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইল-সংযুক্ত আরব আমিরাত চুক্তি অর্থহীন এবং এ নিয়ে ফিলিস্তিনি জনগণের কোনো মাথাব্যথা নেই।

দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিতর্কিত চুক্তির পর মঙ্গলবার প্রথমবারের মতো এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন মাহমুদ আব্বাস।খবর জেরুজারেম পোস্টের।

তিনি বলেন, এখানে ওখানে কি হচ্ছে বিশেষ করে আমেরিকা, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দেয়া হয়েছে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই।

গত ১৩ আগস্ট আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে চুক্তি হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বিবৃতিতে মাহমুদ আব্বাস আবুধাবিকে ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করার জন্য অভিযুক্ত করেন।

তিনি বলেন, আরব আমিরাত ফিলিস্তিনি জনগণের অধিকার, ফিলিস্তিন রাষ্ট্র, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং পবিত্র জেরুজালেম শহর- সবকিছু থেকে সরে গেছে।

আমিরাত ও ইসরাইলের এ চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন একে ফিলিস্তনের ‘পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com