শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

ইউরোপে দ্বিতীয় দফায় করোনার ব্যাপক সংক্রমণ নিয়ে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ইউরোপে দ্বিতীয় দফায় করোনার ব্যাপক সংক্রমণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হান্স ক্লুগ বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দিয়েছেন।

ক্লুগ বলেন, `সেপ্টেম্বরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত।‘

তিনি বলেন, `যদিও এই সংখ্যাগুলো আমাদের অনেক বেশি শনাক্ত পরীক্ষার প্রতিচ্ছবি, তারপরও এটি অঞ্চলজুড়ে সংক্রমণের বিপজ্জনক হার দেখাচ্ছে।‘

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা আক্রান্তদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনের যে গাইডলাইন তারা দিয়েছেন তাতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সংস্থার ইউরোপ অঞ্চলের জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, `১৪ দিনের কোয়ারেন্টাইনের পরামর্শ রোগের উন্মেষ ও সংক্রমণের সময়ের ওপর ভিত্তি করে আমাদের বোঝাপড়ার আলোকে দেওয়া হয়েছে। কেবলমাত্র বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে আমরা এটি পরিবর্তণ করতে পারি।‘

প্রসঙ্গত, ফ্রান্সে করোনা আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইনের মেয়াদ সাত দিন কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে এখন কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন। পর্তুগাল ও ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এখন কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়ে আনার কথা ভাবছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com