বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

নিত্যপণ‌্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ‌্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘শাসকের অনুগ্রহভাজন মজুদদার ও সিন্ডিকেটের দৌরাত্ম‌্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে চরম মুনাফাবাজি চলছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার দাম বেঁধে দেওয়ার পরও আলুর দামে লাগাম টানা যায়নি। একদিকে করোনা মহামারিতে জনগণের আর্থিক অবস্থা সঙ্গীন, অপরদিকের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।’

তারা বলেন, ‘আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। দেয়ালে পিঠ ঠেকে গেলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। তখন অসাধু মজুদদার ও সিন্ডিকেট ব্যবসায়ীদের পাশাপাশি আপনাদেরও চেয়ার কেঁপে উঠবে।’

গণতান্ত্রিক বাম ঐক‌্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম, কৃষক নেতা বিধান দাসসহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com