শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

ভারতে বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর কারখানা শ্রমিকরা শোষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কস অ্যান্ড স্পেন্সার, টেসকো ও সেইন্সবারির মতো সুপারমার্কেট চেইনশপ এবং ফ্যাশন ব্র্যান্ড রালফ লরেনের কারখানাগুলোতে নিয়োজিত ভারতীয় শ্রমিকরা শোষণের শিকার হচ্ছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শ্রমিকরা এ অভিযোগ করেছেন।

রালফ লরেনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত এক নারী জানিয়েছেন, কার্যাদেশ শেষ করতে তাদেরকে সারারাত কাজ করতে বাধ্য করা হয়। কিছু সময় ঘুমাতে দেওয়া হয়, তাও কারখানার মেঝেতে।

ওই নারী বলেন, ‘আমাদেরকে টানা কাজ করতে হবে, অধিকাংশ সময় সারারাতও হয়। রাত ৩টার সময় ঘুমাতে দেওয়া হয়, এরপর ভোর ৫টায় জাগিয়ে দেওয়া হয়। আমাদের ঊর্ধ্বতনরা পরোয়া করে না। তাদের ভাবনার বিষয় কেবল উৎপাদন।’

সুপারমার্কেট চেইনশপে পণ্য সরবরাহকারী কারখানায় কর্মরত এক নারী অভিযোগ করেন, ‘আমাদের টয়লেটে যেতে দেওয়া হয় না, কাজের সময় আমরা পানি পানের সময় পাই না। আমাদেরকে মধ্যাহ্নভোজের জন্য খুব কম সময় দেওয়া হয়।’

তিনি জানান, কখনো কখনো ক্যান্টিনে কর্মীদের পেছনে ম্যানেজার দাঁড়িয়ে থাকেন এবং বাঁশি বাজিয়ে তাদের কাজে ফেরান।

আরেক কর্মী জানান, কর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা হয় এবং অতিরিক্ত কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে বাড়ি যেতে দেওয়া হয় না।

তিনি বলেন, ‘তারা আমাদের কাজে বোঝা বাড়িয়েছে। কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের থাকতে বাধ্য করা হয় কিংবা তারা আমাদের ওপর তর্জন গর্জন করে এবং চাকরিচ্যুতির হুমকি দেয়। চাকরি হারাতে চাই বলে আমরা ভয়ের মধ্যে থাকি।’

চারটি সুপারমার্কেট চেইনশপ জানিয়েছে, তারা কারখানাগুলোর বিরুদ্ধে আসা এসব অভিযোগ তদন্ত করছে।

এই কারখানাগুলোতে কর্মরতা নারীরা দক্ষিণ ভারতের গ্রামগুলো থেকে আসা। দাতব্য সংস্থা অ্যাকশন এইড জানিয়েছে, অতিরিক্ত সময় কাজে বাধ্য করা, মৌখিক নিপীড়ন ও নিম্মমানের কাজের পরিবেশ এই কারখানাগুলোর নিয়মিত চিত্র।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com