বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন হতে যাচ্ছেন বাইডেন প্রশাসনের সেক্রেটারি অব স্টেট তথা পররাষ্ট্রমন্ত্রী, এমনটা শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাইডেন প্রশাসনের সেক্রেটারি অব স্টেট হতে চলেছেন অভিজ্ঞ এই কূটনীতিক। এর আগে তিনি ওবামা প্রশাসনের ডেপুটি সেক্রেটারি অব স্টেট এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন
যদিও এ বিষয়ে বাইডেনের ট্রানজিশন টিম ও ব্লিংকেন কোনো মন্তব্য করতে রাজি হননি। জো বাইডেন ও কমলা হ্যারিসের সম্ভাব্য প্রশাসনের হোয়াইট হাউস চিফ অব স্টাফ রন ক্লেইন জানিয়েছিলেন, মঙ্গলবার বাইডেন তাঁর মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ঘোষণা করতে পারেন।
যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। এরই মধ্যে দেশ পরিচালনায় নিজের পছন্দমতো প্রশাসনকে সাজাতে কাজ শুরু করে দিয়েছেন জো বাইডেন। সূত্র: আল জাজিরা।
নগরকন্ঠ.কম/এআর