বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০-এর সাইক্লিষ্টগণ কুমিল্লা সেনানিবাস হতে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন এবং ৭১-কে ধারণ করে ১০০ জন সাইক্লিস্ট (নারী ও পুরুষ সেনা সদস্য) সাইকেল চালিয়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টেকনাফের শাহপরী দ্বীপে যাত্রার সমাপ্তি টানবে।
সাইক্লিস্টরা প্রায় ২৯ দিন ধরে যাত্রাটি করবে। এই যাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্তা বা চেতনাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। গত ৮ নভেম্বর থেকে এই যাত্রা শুরু হয়।
নগরকন্ঠ.কম/এআর