রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:৩২ অপরাহ্ন
ইতালিতে ভারি বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই জন।
দেশটির আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শনিবার রাত থেকেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় উপকূলীয় সারদিনিয়া অঞ্চলের বিত্তি, নাউরোসহ বেশ কিছু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ারসার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।